চৌগাছায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় বাসচাপায় এক স্ক্রুটিচালকে মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৩৮) উপজেলার তাহেরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। বুধবার দুুপরে চৌগাছা- কোটচাঁদপুর সড়কে শিশুতলায় এই দুর্ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুুপরে চৌগাছা থেকে একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্্েরা- ব-১৪-৬৭১৩) কোটচাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলায় পৌঁছে স্ক্রুটিচালক জাহাঙ্গীর আলমের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর সড়কের ওপর ছিটকে পড়েন।

এ সময় বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রীবাহি বাসটি স্থানীয়রা জব্দ করেন।

নিহতের মেজো মামা রিজাউল ইসলাম বলেন, জাহাঙ্গীর হোসেন তার ভাগ্নে। গ্রামের বাড়ি তাহেরপুর গ্রামে। ছোট বেলাতেই তার মায়ের সংসার বিচ্ছেদ হলে সে আমাদের বাড়িতে (চন্দ্রপাড়ায়) চলে আসে ও এখানেই বড় হয়। বুধবার একটি প্রয়োজনীয় কাজে কোটচাঁদপুর উপজেলায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।