ইবিতে ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ

0

ইবি সংবাদদাতা ।। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে হুসাইন তুষার এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হুসাইন তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের ছাত্র। তিনি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

জানা যায়, হুসাইন তুষার আজ অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন। এ সময় ছাত্রদলের কর্মীরা তাকে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে দেখতে পেয়ে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে তাকে ইবি থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়েছে।

আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলেন, আমার অনার্স শেষ হয়েছে। পূর্বে শুধু পরীক্ষা দিতে এসেছিলাম। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের পরীক্ষা দিতে আসলে তারা আমাকে আটক করে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, তাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে আসছে। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবো।