বাঘারপাড়ায় বিএনপির দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বিএনপি বিশ্বাস করে, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান, সবার।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমতল ও পাহাড়ের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, এই দেশ সবার।

বিএনপি স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আপনাদের পাশে আছেন। বিএনপি সকল ধর্মের মানুষের অংশগ্রহণে আগামী দিনের দেশ গঠন করতে চায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজ কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা ফ্রন্টের নেতা সুরঞ্জন ঘোষ, সমীর কুমার পাল, যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, নড়াইল জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অশোক কুণ্ডু এবং সদস্য সচিব কার্তিক দাস প্রমুখ। অনুষ্ঠানে কয়েক হাজার সনাতনী নারী সাদা-লাল পাড়ের শাড়ি পরে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।