হত্যা মারামারি মাদক সেবন দূর করতে সংস্কৃতিকে সামনে আনতে হবে

যশোরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এক মতবিনিময় সভায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেছেন, জুলাই বিপ্লবের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদেরকে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে শিল্পকলার অনেক দায় আছে।

শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিষ্ঠান মিলনায়তনে যশোরের সাংস্কৃতিক কর্মী, কবি-সাহিত্যিকসহ দের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক আরও বলেন, হত্যা, মারামারি, জখম, মাদক সেবন দূর করবার জন্যে আমাদের সংস্কৃতিকে সামনে আনতে হবে।

তিনি বলেন, আমরা সঙ্গীত উৎসব করবো, কবিতার উৎসব করবো, নৃত্য উৎসব করবো অর্থাৎ আমাদের সংস্কৃতির বড় বড় জায়গা নিয়ে আমরা আন্তর্জাতিক উৎসব করবো।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান।

বক্তব্যের শুরুতে যশোরে বেড়ে ওঠা কবি রেজাউদ্দিন স্টালিন তার বাল্যস্মৃতি রোমন্থন করেন। সভায় দর্শক সারিতে বসে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা তাদের মতামত ব্যক্ত করেন।