ঝিকরগাছায় হাঁসের খামারে অপরাধী চক্রের ডেরা, বিপুল অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)।। যশোরের ঝিকরগাছায় অপরাধী চক্রের একটি ডেরায় হানা দিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও অপরাধ কর্মকাণ্ড সংগঠনের সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় চার জন আটক হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া আউলিয়া পাড়ায় সোহাগের হাসের খামারে অভিযান চালায় ঝিকরগাছা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মূল অভিযুক্ত সোহাগসহ আরো কয়েক জন পালিয়ে যায়।

উদ্ধার সরঞ্জামের মধ্যে রয়েছে ওয়াকিটকি, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিং জ্যাকেট, খেলনা পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, স্বর্ণ মাপার ইলেকট্রনিকস যন্ত্র,  হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস, মুখোশ, টচলাইট, কনডম, জন্মবিরতিকরণ ট্যাবলেট।

আটক চার জন হচ্ছেন – ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, বাঁশ বাগান পরিবেষ্টিত হাঁসের খামারটি নামেমাত্র। এক বিঘার বেশি এলাকা জুড়ে ও পুকুরের মধ্যে রয়েছে নানান আকারের ঘর। এটি মূলত মাদক ব্যবসায়ী ও ডাকাতিসহ নানান অপরাধে সম্পৃক্তদের আস্তানা।

রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলছিল।