ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিস্টমুক্ত’ শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

0

ইবি সংবাদদাতা ।। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হওয়া প্রথম শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ’ নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

​শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি লিখিত আবেদনপত্রে ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এই দাবি উত্থাপন করেন।

বিবৃতিতে ছাত্রদল জানায়, গত ৯ অক্টোবর ফোকলোর স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাকিবুল ইসলাম রাকিব নামে এক প্রার্থী অংশ নেন, যিনি ‘ফ্যাসিস্ট আওয়ামী-ছাত্রলীগের দোসর’ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রদল এই অংশগ্রহণকে ‘জুলাই চেতনার পরিপন্থী ও শহীদদের রক্তের প্রতি বেঈমানির শামিল’ বলে উল্লেখ করে।

​নেতৃবৃন্দ আরও জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীরা অংশ নেবেন বলে জানা গেছে।

তাঁরা দৃঢ়ভাবে বলেন, “আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনোভাবেই জুলাই চেতনাকে বাধাগ্রস্ত করতে চাই না। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে একটি ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ উপহার দেবেন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাত্রদলের দাবির প্রেক্ষিতে বলেন, “আমরা ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ দিতে বদ্ধপরিকর।”

​এদিকে, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ একই দিন বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ডিন অফিসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন। এই কারণে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা যথা সময়ে শুরু করতে পারেনি প্রশাসন। পরে ১০টা ৪০ মিনিটে ছাত্রনেতারা বৈঠক থেকে বেরিয়ে আসেন।

​বৈঠকের পরপরই শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ইবনে সিনা বিজ্ঞান ভবনের নিচে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা ​”ফ্যাসিস্টদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না!”, ​”ফ্যাসিস্টযুক্ত নিয়োগ বোর্ড, মানিনা মানবো না!”​,”ছাত্রলীগ থাকবে যেখানে, জুলাই হবে সেখানে!” ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান, ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস. এম. সুইটসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।