চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ।। চুয়াডাঙ্গায় এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, এবং মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

​বৃহস্পতিবার, ৯ অক্টোবর সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বুদ্ধিমান পাড়া থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং তাঁর স্ত্রী শিপরা খাতুন (৬৫)।

​ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি’র নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ নগদ টাকা ২টি অ্যান্ড্রয়েড ও ৫টি বাটন ফোন উদ্ধার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে এদিন রাত ৮টায় আটক দম্পতি, উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।