জাপানে পাচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী ও থাইল্যান্ডে প্রথম মুসলিম নারী মন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক ॥ জাপানের ক্ষমতাসীন দল এলডিপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। সংসদে প্রয়োজনীয় সমর্থন পেলে তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এ অবস্থায় তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।

শনিবার দলের দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সী তাকাইচি। এর আগে প্রথম দফার ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। জানা গেছে, ১৫ অক্টোবর সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

অপরদিকে থাইল্যান্ডের রাজনীতিতে নতুন দিক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল তার মন্ত্রিসভায় জুবাইদা থাইসেতকে সংস্কৃতি মন্ত্রীর পদে নিয়োগ দিয়েছেন। এটি থাইল্যান্ডের ইতিহাসে প্রথমবার কোনো মুসলিম নারীর পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে নিয়োগের ঘটনা।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদোন্নতি দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ বাড়ানোর দিক নির্দেশ করছে।

জুবাইদা থাইসেত যুক্তরাজ্য ও থাইল্যান্ডের আসাম্পশন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।