দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

0

স্টাফ রিপোর্টার॥ উৎসব আমেজে ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আনুষঙ্গিক মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানসহ দেবীদুর্গার মহানবমী পূজা সম্পন্ন হয়েছে। শাস্ত্রীয় মতে নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে। সিদ্ধিদাত্রী ঐশ্বরিক এবং পার্থিব আকাক্সক্ষা পূরণ করেন এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন।

আজ বৃহস্পতিবার পঞ্চম দিনে মহাদুর্গাদশমী। যশোর রামকৃষ্ণ আশ্রমে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এদিন সকাল ৯টা ৫০ মিনিটের মধ্যে পূজা সমাপন ও দেবীদুর্গার দর্পণ নিরঞ্জনের পর বিজয়া দশমীর মধ্যদিয়ে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের।

গতকাল প্রখর রৌদ্রে প্রচন্ড গরম আর মাঝে মাঝে হওয়া বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দির-মন্ডপে উৎসব আমেজে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
এদিকে শারদীয় উৎসবের চতুর্থ দিন সকালে সকল দুর্গা মন্দির ও মণ্ডপে ধর্মীয় আচারানুষ্ঠান পালনের মাধ্যমে দেবীর প্রতি ১০৮ টি পদ্মফুল উৎসর্গ, অসুর শক্তি বিনাশ করে দেশবাসীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ, অঞ্জলি প্রদানের মধ্যদিয়ে সম্পন্ন হয় মহানবমী। এ সময় মাতৃবন্দনায় মেতে ওঠেন ভক্তবৃন্দ। পুষ্পাঞ্জলি দিয়ে তাদের অর্ঘ্য দেন দুর্গতিনাশীনী দেবী দুর্গার কমল চরণে। দুপুরে প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় হয় মঙ্গলারতি।

সরেজমিনে বিভিন্ন মন্দির ও মন্ডপ প্রাঙ্গণে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এছাড়া শারদীয় উৎসব ঘিরে সুসজ্জিত তোরণ আর বৈদ্যুতিক রঙিন আলোক সজ্জায় আলোকিত হয়ে ওঠে সকল মন্দির-মণ্ডপ প্রাঙ্গণ।

এদিকে এদিন দুপুরে নবমী পূজা চলাকালীন যশোর রামকৃষ্ণ আশ্রমর দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান। অতিথিদের স্বাগত জানান যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ।