ঝিকরগাছায় রোগী মৃত্যুর ঘটনায় ফেমাস মেডিকেল সিলড

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ফেমাস মেডিকেল (ক্লিনিক) সিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে পৌর সদরের রাজাপটির ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ক্লিনিকের মেইন গেট তালাবদ্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ক্লিনিকটি ভবন মালিকের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, থানার এসআই কামাল হোসেন প্রমুখ।

মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুনের (১৯) সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন করেন যশোর ২৫০শয্যা হাসপাতালের ডাক্তার সোনিয়া আক্তার।

অ্যানেস্থেসিয়ায় ছিলেন ডা. মিকাইল হোসেন ও সহকারী ছিলেন শরিফুল ইসলাম। অপারেশনে ২টি মেয়ে শিশু জন্ম নেয়। অপারেশনের এক পর্যায়ে সোহানা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ছবিতে অপারেশনের টেবিলে একজন মাস্ক পরিহিত নারী ও সহকারী শরিফুল ইসলামকে দেখা গেলেও অন্যদের দেখা যায়নি।

ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানিয়েছেন। তবে প্রসূতি মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোথাও অভিযোগ করেননি বলে জানা গেছে।