হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পালালেন নেপালের ‘মন্ত্রীরা’

0

লোকসমাজ ডেস্ক॥ সহিংসতা কবলিত নেপাল থেকে আসা একটি ভিডিওতে দেখা গেছে দেশটির মন্ত্রীরা ও পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের দড়ি আকড়ে ধরে ঝুলতে ঝুলতে পালাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর স্বল্পস্থায়ী এক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সহিংস প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামরিক বাহিনীকে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ‘জেন জি’ আন্দোলনকারীদের নেতৃত্বাধীন হাজার হাজার উত্তেজিত জনতা বহু সরকারি কর্মকর্তার বাড়িতে ও পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়।

তারা নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় আর উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল, নেপালের রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে হামলা চালায়।

এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে কাঠমাণ্ডুর একটি রাস্তায় ধাওয়া করে প্রতিবাদকারীরা তাকে লাথি মারছেন।

আরেক ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত জনতা নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী এবং নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে তাদের কাঠমাণ্ডুর বাড়িতে ঢুকে আক্রমণ করছেন।
সেনাবাহিনীর হেলিকপ্টার কিছু মন্ত্রী ও তাদের পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

আরেক ভিডিওতে দেখা যায়, বাহাদুর দেউবার মুখ থেকে রক্ত ঝড়ছে আর তিনি একটি মাঠে অসহায়ভাবে বসে আছেন, পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, সামরিক বাহিনীর হেলিকপ্টার কয়েকজন কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ওই কর্মকর্তারা হেলিকপ্টারের দড়ি আকড়ে শূন্যে বিপজ্জনকভাবে ঝুলতে ঝুলতে কাঠমাণ্ডুর এক হোটেলের উপর দিয়ে উড়ে পালিয়ে যাচ্ছেন। তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও তারা নেপালের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং ওই হেলিকপ্টারে তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও আছেন বলে ধারণা করা হচ্ছে।

নিচ থেকে আন্দোলনকারীদের কেউ একজন বলছেন, “ওই ভাগো!” এ সময় সেখানে থাকা অন্যরা চেঁচিয়ে উঠছেন। কেউ একজন ওপর দিকে তাকিয়ে ওই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পালিয়ে যাওয়া দেখছেন, পাশে একজন ওই দৃশ্য মোবাইলে ধারণ করছেন।