কিশোরী বধূকে নিয়ে বেনাপোল পোর্ট থানায় উঠলেন যুবক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ ১৪ বছরের কিশোরীকে বিয়ে করে বুধবার যশোরের বেনাপোল পোর্ট থানায় হাজির হন যুবক। গত সোমবার যুবক সুমন হোসেন (২২) ৭ম শ্রেণিতে পড়া কিশোরী জাকিয়াকে বেনাপোল পোর্ট থানার কাগমারী কিন্ডারগার্টেনের সামনে থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে গিয়েছিলেন। ওই ঘটনার পর কিশোরীর মা শিখা খাতুন বেনাপোল পোর্ট থানায় অপহরণ মামলা করেন।

আসামি সুমন হোসেন বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মো. সেলিমের ছেলে এবং জাকিয়া একই থানার কাগমারি গ্রামের মো. জাহিদের মেয়ে।

জাকিয়ার মা শিখা খাতুন অভিযোগে বলেন, তার মেয়ে স্কুল ছুটির পর বাড়িতে তার সাথে যাওয়ার সময় সুমন হোসেন তার বন্ধুদের নিয়ে তাকে মারধর করে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে কিশোরী জাকিয়া থানায় স্বীকারোক্তি দেয় সে অপহরণ হয়নি। সুমন হোসেন তার স্বামী। তার সঙ্গে তার বিয়ে হয়েছে। সে স্বইচ্ছায় স্কুল ছুটির পর তার সাথে চলে এসেছে। সে আরও বলে, ‘আমার বয়স যেহেতু কম, আমি সুমন হোসেনের সাথে না থাকতে পারলে বাবা মায়ের সাথেও থাকব না। পুলিশ আইনগত ভাবে যা করবে তাতে আমি রাজি।’

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, আসামি সুমন হোসেনকে যশোর আদালতে পাঠানো হয়েছে, এবং কিশোরী জাকিয়াকে নিরাপদ হেফাজতে রাখার জন্য আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় সে তার বাবা মায়ের সাথে না গিয়ে নিরাপদ হেফাজতে থাকার আগ্রহ প্রকাশ করে।