যশোরে ইরানি দম্পতি আক্রান্ত সম্মোহন করে টাকা নেওয়ার অভিযোগে

0

স্টাফ রিপোর্টার ॥ সম্মোহন করে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরের আফিল গ্রুপের দুই কর্মচারী এক ইরানি দম্পতিকে মারধর করেছেন। মঙ্গলবার বিকেলে নতুন খয়েরতলার একটি তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। বিদেশিদের মারধরের খবর পেয়ে স্থানীয় লোকজন আফিল গ্রুপের ওই দুই কর্মচারীকে আটকে রাখেন। পরে পুলিশ এসে উভয়পক্ষকে নিজেদের হেফাজতে নেয়।

ইরানি দম্পতির অভিযোগ, তাদের মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে আফিল গ্রুপের কর্মচারীরা বলছেন, তাদের টাকা কৌশলে হাতিয়ে নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইরানি ওই দম্পতি হলেন, ইরানের কেরমানশাহ শহরের বাসিন্দা ফয়েজ ফিউজিয়ান ও তার স্ত্রী ঘলি ফিউজিয়ান। আর আফিল গ্রুপের কর্মচারী দুজন হলেন, সদর উপজেলার মোবারককাটি গ্রামের জাহাঙ্গীর হোসেন (চালক) এবং বড় মেঘলা গ্রামের আনারুল (শ্রমিক)।

আফিল গ্রুপের কর্মচারী আনারুল অভিযোগ করে বলেন, গত ৮ সেপ্টেম্বর বিকেলে তারা চাঁচড়া চেকপোস্টের কাছে একটি দোকানে জিনিসপত্র কিনছিলেন। সেসময় ওই ইরানি দম্পতি এসে তাদের ভিন্ন দেশের একটি নোট দেখান। সেটি চিনতে না পারায় তারা বাংলাদেশের একটি ৫০০ টাকার নোট দেখান। আনারুল তখন পকেট থেকে ৫০ হাজার টাকার একটি বান্ডিল বের করে তাদের বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশের টাকায় কোনো সমস্যা নেই। তখনই ইরানি নারীটি আনারুলের নাকের কাছে একটি নোট ধরলে তিনি কিছুটা সম্মোহিত হয়ে পড়েন। সেই সুযোগে তারা বান্ডিলের ভেতর থেকে কৌশলে ১২ হাজার টাকা হাতিয়ে নেন। আনারুল বিষয়টি প্রথমে বুঝতে পারেননি।

পরে অফিসে টাকা জমা দিতে গিয়ে দেখেন, ১২ হাজার টাকা কম। তখন তিনি বুঝতে পারেন, তাকে সম্মোহিত করে টাকাগুলো নেওয়া হয়েছে। এর ফলে কোম্পানি তাদের দুজনের বেতন থেকে ৬ হাজার করে মোট ১২ হাজার টাকা কেটে নেয়।

চালক জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে তারা নতুন খয়েরতলার একটি তেল পাম্পে গ্যাস সরবরাহ করতে গিয়েছিলেন। সেখানেই একটি প্রাইভেটকারে করে ওই ইরানি দম্পতিকে আসতে দেখেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তারা দুজনকে চিনতে পারেন। আনারুল তখন উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বিদেশিদের মারধরের অভিযোগে তাদের দুজনকে আটকে রাখেন। পরে পুলিশ এসে উভয়পক্ষকে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন জানান, ইরানি দম্পতি অভিযোগ করেছেন, তাদের মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। একইসাথে তারা আফিল গ্রুপের দুই কর্মচারীর অভিযোগও শুনেছেন। পুলিশ উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে দেখছে এবং এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।