ঝিকরগাছায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার দোকান ও ভ্যান বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং ভিক্ষুকদের পুনর্বাসনকরণে দোকান ও ভ্যান বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৩ জন ভিক্ষুকের মাঝে মালামালসহ দোকান ও একজনকে ভ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন ও সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে ইউএনও ভূপালী সরকার বলেন, প্রতিবন্ধী মানুষ ও ভিক্ষুকদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং তাদের স্বনির্ভর জীবনের জন্য একটি নতুন দিগন্ত। প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে থেকে তাদের আত্মনির্ভরশীল করতে সর্বদা কাজ করে যাচ্ছে সরকার। আজকের এই সহযোগিতা তাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করবে।