কিশোরীর সন্তান প্রসব তিন চাচা আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী সন্তান জন্ম দিয়েছে। গতকাল রোববার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে। এ ঘটনায় অভিযুক্ত ওই ছাত্রীর আপন তিন চাচাকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর এবং সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে জানায়, তার বাবার সঙ্গে তার আপন তিন চাচা শুভংকর সরকার, সুজাল সরকার ও সুজয় সরকারের পারিবারিক বিরোধ ছিল। এই বিরোধের জেরে তিন চাচা তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর সে গর্ভবতী হলে তাকে বিষয়টি গোপন রাখতেও নিষেধ করে।

রোববার সকালে ওই কিশোরীকে সন্তান প্রসবের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুর ১টায় সে স্বাভাবিকভাবে ৩.৫ কেজি ওজনের একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল, যার ফলে সে গর্ভবতী হয়।  হাসপাতালে ভর্তি করার পর তার স্বাভাবিক প্রসব হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত তিন চাচাকে গ্রেফতার করে। বর্তমানে তারা জেলহাজতে আছে।