রাজগঞ্জে জামায়াত নেতা-কর্মীর চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে রাস্তার কাজে জামায়াতে ইসলামীর কিছু নেতা-কর্মীর চাঁদা দাবি করার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার কোমলপুর বাজারে ঝাঁপা ইউনিয়নে এ সমাবেশ হয়।

ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ আলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক কফিল উদ্দিন আহম্মেদ, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ওরফে রিপন বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মোতালেব গাজী, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম টগর, রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক আবুল বাশার, মাস্টার আজিজুর রহমান ও মাস্টার বাবুল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, জনস্বার্থে এলাকার লোকজন ঝাঁপা কোমলপুর সড়কে বালি দিচ্ছিলো। সেখানে জামায়াতের নেতাকর্মী গিয়ে চাঁদা দাবি করে।