ঝিকরগাছায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল শাখায় এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।

ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম শফিউল আযম রুমি।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মুহা. নিয়ামত ইলাহী।