অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহাজ্জেরপাড়া আজিজুর রহমানের (৩৫) বাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় মাটির নিচ থেকে একটি নাইন এম এম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথবাহিনী।

অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা উপজেলার উড়োতলা বারোয়াতলা আজিজুর রহমানের বাড়ির পেছনে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয় ।

এ বিষয়ে অভয়নগর থানার সাব ইন্সপেক্টর গোলাম রসুল জানান, যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে। তবে কোন আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি।