বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ।। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপি বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা সদরে আয়োজিত এই অনুষ্ঠানে ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি তানিয়া রহমান।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামী প্ল্যাটফর্ম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। দমন–পীড়ন দিয়ে এ দলকে দমানো যাবে না।  বিগত দিনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এসেছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এখনও সংগ্রাম অব্যাহত থাকবে।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব বলেন,  বাঘারপাড়া বিএনপি বরাবরই শক্তিশালী। বিগত আন্দোন সংগ্রামে নেতাকর্মীদের অবদান রয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে গণআন্দোলনের বিকল্প নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে।
দিনভর কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা সদরে হাজারো নেতাকর্মী মিছিল ও স্লোগানে মুখর ছিলেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় সভাস্থলে। বাদ্যযন্ত্রের তালে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদের সামনের পুরো এলাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিজ ইকবাল ঈসা এবং সদস্য সচিব পারভেজ রহমান প্রমুখ।