বাগেরহাটে বিএনপির উদ্যোগে তালের চারা রোপণ

0

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নানা কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার জেলার কচুয়া উপজেলার গোপালপুর-টেংড়াখালি সড়কে তালের চারা রোপণ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম।

এসময়, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খান শহিদুজ্জামান মিল্টন, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বিষখালী, গোপালপুর, পদ্মনগরসহ বিভিন্ন স্থানে ৫ শতাধিক তালের বীজ রোপণ করা হয়। পর্যায়ক্রমে বজ্রপাত কমাতে উপজেলার ৭টি ইউনিয়নে ৫ হাজার তালের চারা রোপণ করা হবে বলে জানান বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম।

এদিকে উপজেলার গোপালপুর গ্রামে ক্রিসেন্ট ক্লাবে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ছাত্রদলের আয়োজনে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফুয়াদ হাসান ও শিশু বিশেষজ্ঞ খান শিহান মাহমুদ চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া গোপালপুর শহীদ আসান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।