যশোরে জামায়াতের মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলন ‘গণতন্ত্রের সংকট ও সুষ্ঠু নির্বাচনের দাবি’

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এক গভীর সংকটে নিমজ্জিত। নানা ষড়যন্ত্র এবং বিদেশি হস্তক্ষেপের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।

রোববার সকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে একপ্রকার কারাগারে পরিণত করেছিল।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ, ছাত্র ও বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকেও বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, যার কোনো বিচার আজও হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ছাড়া এ দেশের মানুষ কোনো নির্বাচনের ফলাফল কখনো মেনে নেবে না।’

নির্বাচন কমিশনের উদ্দেশে মোবারক হোসাইন বলেন, ‘আপনারা রোডম্যাপ তৈরি করছেন, এটি ভালো উদ্যোগ। তবে নির্বাচন হতে হবে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতিতে।’ তিনি আরও দাবি করেন, “জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে এবং যারা অতীতে অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’ তিনি বলেন, ‘আমরা কোনো সাজানো নির্বাচন বা একদলীয় শাসন চাই না। দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।’

জেলা আমির গোলাম রসুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজীজুর রহমান (যশোর-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী), যশোর অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ এর অধ্যক্ষ মোক্তার আলী ও অধ্যাপক আবুল হাশিম রেজা।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।