দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা।। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে প্রতিবেশী মোশারফ হোসেনের বাড়ির ছাদে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে এবং সুবলপুর রংধনু প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

​শিশুটির দাদা আবু বকর মাস্টার জানান, ঘটনার সময় আলিফ তার এক বন্ধুর সাথে বাড়ির ছাদে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে একটি বাঁশ দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সাথে ঝুলে পড়ে।

​এসময় আলিফের মা ঘটনাস্থলে ছুটে যান এবং তার পরনের প্যান্ট ধরে টান দিলে সে নিচে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিবুল্লাহ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

​ডা. মহিবুল্লাহ জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।