পাইকগাছায় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষি রিপনকে সংবর্ধনা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ চিংড়ি উৎপাদনে অবদানে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত রয়্যাল ফিস কালচারের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,উপজেলা প্রকৌশলী শফিন সোহেব পাইকগাছা থার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ও ইমান উদ্দীন।

এদিকে দুপুরে রয়্যাল ফিস ট্রেডিং কার্যালয়ে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, মাও. আমিনুল ইসলাম,সাংবাদিক জিএম মিজানুর রহমান, ফসিয়ার রহমান আব্দুল আজিজ,মানছুর রহমান জাহিদ, জালাল উদ্দীন, জামিনুর রহমান রানা প্রমুখ।