চৌগাছায় স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পদক মাস্টার সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, যশোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান, উপজেলা মহিলা দল নেত্রী আলেয়া বেগম প্রমুখ।

অন্যানের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বকর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ।