শৈলকুপায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমান

0

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি ।।  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গল বাঁধ বাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট, ২০২৫) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস।

জানা যায়, চলতি আমন মৌসুমে ডিএপি ও টিএসপি সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল। বিভিন্ন পত্র-পত্রিকায় এই খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে লাঙ্গল বাঁধ বাজারের মেসার্স আলামিন ট্রেডার্স এবং মিনারুল খান ট্রেডার্স-এ অভিযান চালানো হয়। এসময় নানা অনিয়মের কারণে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।