শার্শায় খাদ্যবান্ধব ও ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব ও ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কার্যক্রম কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী অফিসার বরাবর কায়বা ইউনিয়নের একাধিক অসহায় ব্যক্তির লিখিত অভিযোগে জানা গেছে, ১১টি ইউনিয়নে নতুন করে খাদ্যবান্ধব ও ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে। এতে ব্যাপক অনিয়ম রয়েছে। যেমন একই পরিবারের মধ্যে একাধিক কার্ড বিতরণ করা হয়েছে। অনেকের কাছ থেকে কার্ড বাবদ ৪/৫ হাজার টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে।

অনিয়মে দেখা গেছে শার্শার উলাশী ইউনিয়নে ২ নং ওয়ার্ডে একজনের স্ত্রীর নামে ৩৮১ নং সিরিয়ালে রেখা সুলতানা ও ৪২৫ নং সিরিয়ালে রেখা খাতুন নামে খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরের দুইটি কার্ড দেওয়া হয়েছে।

অপরদিকে কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের একাধিক অসহায় মহিলাদের কাছ থেকে ৪/৫ হাজার টাকার বিনিময়ে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে। ভুক্তভোগীরা জানান টাকা নেওয়া ব্যক্তির নাম প্রকাশ করলে তাদের কার্ড বাতিল করে দেবে। এ ছাড়া কায়বা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল হাই গাজী, আব্দুল হামিদ গাজী, রত্না খাতুন, ইমরান হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল গফফারসহ একাধিক অবস্থাসম্পন্ন ব্যক্তির নামে খাদ্যবান্ধবের কার্ড দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাই ই গুলশান জানান, উপজেলায় ১১টি ইউনিয়নে ২৭৬০টি ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে। তিনি বলেন এসব কার্ড বিতরণে কোনো অনিয়মের অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব ও ভিডব্লিউবি কার্ড বিতরণে প্রভাবশালীদের নিয়ন্ত্রণ থাকায় চাল বিতরণে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। কার্ড বিতরণে অসচ্ছতা রয়েছে বলে তিনি জানান।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, উপজেলার কোথাও খাদ্যবান্ধব ও ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।