ঝিকরগাছায় আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দী ৫৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার দুটি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দী ৫৬টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় এই পরিবারগুলো দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিল।

মঙ্গলবার বিকেলে ইউএনও’র নেতৃত্বে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর এবং শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মাঝামাঝি বাওড় পাড়ে অবস্থিত তিনটি আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক ঘরের এক থেকে দুটি সিঁড়ি পানিতে ডুবে আছে এবং রাস্তাগুলো কাদামাটিতে একাকার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে এখানকার বাসিন্দারা মানবেবেতর জীবনযাপন করছেন।

খবর পেয়ে ইউএনও ভুপালী সরকার প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল এবং মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়াসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী পেয়ে এখানকার বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এসময় ইউএনও ভুপালী সরকার জানান, চলতি অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের ভেতরের রাস্তাসহ সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামান এবং গঙ্গানন্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।