কেশবপুর- কলাগাছি সড়ক চলাচলের অনুপযোগী

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর)॥ কেশবপুর-কলাগাছি ভায়া পাঁজিয়া সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলছে এ অবস্থা। বৃষ্টি হলে গর্ত পানিতে ভরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় বিকল্প সড়ক দিয়ে পথচারীদের যাতায়াত করতে হয়। গত ১ বছর ধরে এ অবস্থা চলছে বলে এলাকাবাসীর অভিযোগ।

সড়কটির হারেজ খার ইটভাটা থেকে মাগুরাডাঙ্গা ঈদগাহ পর্যন্ত সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তের কারণে ইজিবাইক ও ভ্যান চলাচল করছে বিকল্প সড়ক ধরে। পথচারীদের অভিযোগ, বৃষ্টি হলে সড়কটি দিয়ে পায়ে হেঁটে চলারও উপায় থাকে না। গর্তে পানি জমে থাকে।

এই সড়কে নিয়মিত যাতায়াতকারী বেলকাটি গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, সড়কে বড় বড় গর্তের কারণে যাতায়াতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পাঁজিয়া গ্রামের ভ্যান চালক হাফিজুর রহমান বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় কোন যাত্রী সহজে ভ্যানে উঠতে চায় না। বাধ্য হয়ে যাত্রী নিয়ে বিকল্প সড়ক ধরে কেশবপুরে যেতে হয়।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, এ সড়কটি দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার মানুষসহ কয়েক শ গাড়ি চলাচল করে। দুর্ভোগের কথা ভেবে উপজেলা সমন্বয় কমিটির সভায় দ্রুত খোয়া দিয়ে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করার কথা বলা হয়েছে। ইতোমধ্যে কিছু গর্ত ভরাট করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নাজিমুল হক বলেন, সড়কটি উঁচুসহ সংস্কার করা প্রকল্প অনুমোদন হয়েছে।