৪ লাখ টাকা নিয়ে ইউনিসেফের চাকরির ভুয়া নিয়োগপত্র, আদালতে অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ ইউনিসেফে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে এক দম্পতির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. শামসুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার আব্দুর রশিদের ছেলে।

এ ঘটনায় যশোর শহরের বারান্দী মাঠপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আক্তারুজ্জামান বুধবার সদর আমলী আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।

মো. আক্তারুজ্জামান মামলায় উল্লেখ করেছেন, যশোর শহরে চলার পথে আসামি শামসুজ্জামানের সাথে তার পরিচয় ঘটে। আলাপচারিতার এক পর্যায়ে শামসুজ্জামান নিজেকে ইউনিসেফ বাংলাদেশের একজন পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

শামসুজ্জামান তাকে আরো জানান, তিনি ইচ্ছে করলে ইউনিসেফের অ্যাকাউন্টিংয়ে চাকরি পাইয়ে দিতে পারবেন। তার কথায় বিশ্বাস করে আক্তারুজ্জামানের ভাগ্নি স্বপ্না ইয়াসমিন ও ভাগ্নির স্বামী খাইরুল ইসলাম তাকে জামানত বাবদ দেড় লাখ করে মোট ৩ লাখ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকাসহ সর্বমোট সাড়ে ৪ লাখ টাকা দেন।

এরপর চলতি বছরের ২০ এপ্রিল আসামি শামসুজ্জামান ওই দম্পতিকে ইউনিসেফের ২টি নিয়োগপত্র দেন। পরে ওই দম্পতি চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ইউনিসেফের ঢাকা অফিসে গেলে সেখান থেকে জানানো হয়, তাদের দেওয়া নিয়োগপত্র ভুয়া। ফলে ভুক্তভোগী দম্পতি আসামি শামসুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি তার দেওয়া নিয়োগপত্র ভুয়া বলে স্বীকার করেন।

একই সাথে তিনি তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা ফেরত দিতে নানা টালবাহনা করতে থাকেন। এ কারণে আদালতের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগীদের পক্ষে তার মামা আক্তারুজ্জামান।