যবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস অস্থিতিশীল করা, হামলার পরিকল্পনা ও ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের ফোনে প্রায় ২০টির মতো আইডি থেকে নানা ধরনের নাশকতার পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়।

আটক দুই জন হলেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই বিভাগ শাখা ছাত্রলীগের সহসভাপতি নাইম আশরাফি সজীব ও ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ রায়হান।

রোববার ভোর রাত সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শনিবার রাত ৯ টার দিকে রিয়াদ রায়হানের আচরণ সন্দেহজনক দেখে সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। তার মোবাইল ফোন তল্লাশি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা,কিছু শিক্ষার্থীর ওপর হামলার পরিকল্পনাসহ ক্যাম্পাসে ছাত্রলীগ পুনর্বাসনের প্রমাণ পান তারা। তার মোবাইলের মেসেঞ্জারে গিয়ে আরেক ছাত্রলীগ নেতা নাইম আশরাফীর সাথে ক্যাম্পাস নিয়ে নানা পরিকল্পনার কথোপকথনের তথ্য পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতাকেও ধরে এনে জিজ্ঞাসাবাদ করেন। তখন তারা ক্যাম্পাস নিয়ে নানা পরিকল্পনার বিষয়ে শিক্ষার্থীদের কাছে স্বীকারোক্তি দেন।

ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রের সাথে পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা, ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম সাগরসহ পিইএসএস বিভাগ ছাত্রলীগের অনেকেই জড়িত থাকার প্রমাণ পান শিক্ষার্থীরা। এছাড়াও তারা বিভিন্ন রকম ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেককে হুমকি দেন বলে জানান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

ছাত্রলীগ কর্মী রিয়াদ রায়হান তার স্বীকারোক্তিমূলক বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানে আমি ছাত্রলীগ থেকে বের হয়ে আন্দোলন করি। জুলাই পরবর্তী সময়ে আবার তাদের কয়েকজনের সাথে যুক্ত হয়ে কথা বলি। বেশ কয়েকজন ক্যাম্পাসে সাংগঠনিক কাজ শুরু করতে চায়। বিশেষ করে জহিরুল ইসলাম সাগর, মোহাম্মদ রাফি, নাইম আশরাফি সজীবসহ ওদের অনুসারী কয়েকজন। ফেক আইডি খুলে পোস্টের জন্যে হুমকির জন্যে আমি ক্ষমা চাই।

অন্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ছাত্রলীগের পুনর্বাসন করবেন না। যারা আগে করতেন তারা নিষিদ্ধ সংগঠনের কাজ করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করবেন না। আমি আমার ভুল বুঝতে পারলাম। ছাত্রলীগের যবিপ্রবি শাখার সভাপতি সোহেল রানাসহ কারো সাথে আর কথা বলবো না বা কোনো পরিকল্পনা করবো না।

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ফেক পেজ, এমনকি ছাত্রলীগের পেজের মাধ্যমে হুমকি আসে। পরে আমরা জানতে পারি ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে কতিপয় ছাত্রলীগ কর্মী। তারা কিছুদিন ধরে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির গোপন চেষ্টা চালাচ্ছিল।

শনিবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দুই সাবেক ছাত্রলীগ কর্মীকে আটক করেন। পরে তাদের কাছ থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার নানা প্রমাণ মেলে। শিক্ষার্থীরা সেই প্রমাণ সংগ্রহ করে প্রশাসনের সহায়তায় তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, যে দুজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয় তাদেরকে সকল প্রকার মব জাস্টিস থেকে রক্ষা করার জন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে সেজন্যে আমরা পুরো সময় তাদের সাথে ছিলাম। পরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে লিখিতভাবে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. উমর ফারুক বলেন, আমরা কিছু শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি একজন ছেলে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে এমন কিছু তথ্য আদান-প্রদান করছে। তখন ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়। পরে তার মোবাইলের সূত্র ধরে আমরা আরেকজনকে ধরতে সক্ষম হই। পরবর্তীতে তাদেরকে লিখিতভাবে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

যশোর কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, আটক দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীতে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।