ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে যশোরে আ.লীগ সমর্থক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ সমর্থক সাজ্জাদ হোসেন সাজুকে (৩৯) আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার রাতে যশোর শহরতলীর পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজ্জাদ পুলেরহাট এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আবুল বাশার এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাজ্জাদ হোসেন সাজু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘যশোরে যুবলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। কিন্তু তদন্তে দেখা যায়, এটি যশোরের কোনো ঘটনা নয়, বরং দেশের অন্য কোনো অঞ্চলের পুরোনো একটি মারধরের ভিডিও।

ওই কর্মকর্তা আরও জানান, এই ভুয়া ভিডিও ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তাদের নির্দেশে শনিবার রাতে পুলেরহাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর সাজ্জাদ তার অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র জানায়, সাজ্জাদ হোসেন সাজুকে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আটক দেখানো হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।