বেনাপোলে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন

0

লোকসমাজ ডেস্ক ॥ নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বেনাপোল নুর শপিং কমপ্লেক্সে এই ন্যাশনাল ব্যাংক বেনাপোল শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মোঃ মেশকাত-উল-আনোয়ার খান।

এসময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অপারেশনস ডিভিশনের প্রধান ও ইভিপি মোঃ রাজুনুর রশীদ, খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক ও এসভিপি কাজী মাহমুদ হোসেন।

বেনাপোল শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবন মালিক মোঃ মাসুদার রহমান মিলন সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ। নতুন এই ঠিকানায় ব্যাংকটি গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।