সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকছে দেশের সব কাস্টম হাউস: আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে নিরবচ্ছিন্ন

0

অনলাইন রিপোর্টার ॥ দেশের বৈদেশিক বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার (১২ ও ১৩ জুলাই) দেশের সব কাস্টম হাউস আমদানি ও রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এনবিআরের শুল্ক নীতি শাখা থেকে দেশের সব কাস্টম হাউস, বন্দর খোলা রাখার নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ধীরগতির কারণে বৈদেশিক বাণিজ্যের পণ্য ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করে আমদানি-রপ্তানি বাণিজ্যকে নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টম হাউসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের সব ব্যবসায়ী সংগঠন, সরকারি সংস্থা এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত সমিতিগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন, কারণ এর ফলে পণ্য খালাসে বিলম্ব কমে আসবে এবং বাণিজ্যের গতিশীলতা বজায় থাকবে।

এর আগে এনবিআরে আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের দুটি শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে পুনরায় আন্দোলন শুরু হলে এক শনিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে পড়েছিল।

সে সময় এনবিআরের সব কর্মী ঢাকায় আন্দোলনে যোগ দেওয়ায় সব কাস্টম হাউস অচল হয়ে পড়েছিল। বর্তমান এই সিদ্ধান্ত বাণিজ্য সচল রাখতে এনবিআরের অঙ্গীকারের একটি অংশ।