দর বৃদ্ধির তালিকায় বিমা কোম্পানির আধিক্য

0

লোকসমাজ ডেস্ক॥পতনমুখী পুঁজিবাজারে দর বৃদ্ধির তালিকায় সোমবার (১ ফেব্রুয়ারি) বিমা খাতের কোম্পানিগুলোর আধিপত্য ছিলো। এ দিন সবচেয়ে দর বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আগের দিনের চেয়ে ১০ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ স্থানে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সাতটিই বিমা খাতের প্রতিষ্ঠান। দর বৃদ্ধির শীর্ষে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ৫ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমআই সিমেন্ট লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। এর শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১৩৩ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৬১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জিকিউ বলপেন, প্রভাতি ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ও নর্দান ইন্স্যুরেন্স লিমিটেড।