স্লুইসগেটের কপাট ভেঙে কেশবপুর শহরে পানি

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুর পৌরসভার মধ্যকুলের খোজাখালি খালের পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটের কপাট ভেঙে উজানের পানি লোকালয়ে প্রবেশ করেছে।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা

রেকসোনা খাতুন বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা ও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার উপস্থিত ছিলেন।

দ্রুত ভাঙা স্থানে জিও ব্যাগ দিয়ে পানি বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার।