ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত পলাতক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর পিতা কোতোয়ালি থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রওশন আলী (৫০) পলাতক রয়েছেন। অভিযুক্ত রওশন আলী একই গ্রামের মৃত করিম গাজীর ছেলে।

কিশোরীর পিতা অভিযোগে উল্লেখ করেছেন, গত রোববার দুপুরে তার ১৪ বছর বয়সী মেয়ে মাঠে ছাগল আনতে গিয়েছিল। সে সময় বৃষ্টি হচ্ছিল। দীর্ঘক্ষণ ধরে মেয়ে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে তাকে অভিযুক্ত রওশন আলীর বাড়ির পেছনে ছেঁড়া ও কাদামাখা জামা পরা অবস্থায় কান্নাকাটি করতে দেখা যায়।

জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, ছাগল আনতে যাওয়ার পথে রওশন আলী তাকে ডাকেন। কাছে গেলে রওশন আলী তার মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে যান। সেখানে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রওশন আলী কিশোরীকে পাশের একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানিয়েছেন, অভিযুক্ত রওশন আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।