যশোরে যুবদল নেতা ধনি হত্যা মামলার আসামি মন্টু আটক

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যা মামলা এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মন্টুকে (২২) আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের সিভিল কোর্ট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। মন্টু বেজপাড়া ফুড গোডাউন এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে।
নিহত যুবদল নেতা বদিউজ্জামান ধনির ভাই মনিরুজ্জামান মনি সাংবাদিকদের জানান, তার ভাই ধনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মন্টু। সোমবার সে গোপনে নিজেকে শিশু পরিচয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করার চেষ্টা করে। ব্যর্থ হওয়ায় পরে সে আদালত থেকে বের হয়ে রাস্তায় গেলে পুলিশ তাকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই আনছারুল হক জানান, তারা জানতে পারেন ধনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মন্টু সিভিল কোর্ট মোড় এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে সেখানে গিয়ে তারা তাকে আটক করেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভপতি বদিউজ্জামান ধনি। এ ঘটনায় পরদিন নিহতের ভাই মনিরুজ্জামান মনি ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে এ পর্যন্ত হত্যা মামলার এজাহারভুক্ত ৪ জন আসামি আটক হয়েছে। এর মধ্যে প্রধান আসামি রায়হান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।