ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ আটক- ১

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. রয়েল (৩২)। রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় মো. রয়েলের (৩২) বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় তার দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের ঘর থেকে আটক করা হয়। রয়েলের কোমরে থাকা একটি সচল বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।