চাল ও সবজির দাম বেড়ে কমলো ডিমের দাম

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ সাম্প্রতিক বৃষ্টিতে আমদানি কমে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। বেড়েছে সরু মিনিকেট চালের দাম। তবে এ সপ্তাহে প্রতি হালিতে ৬ টাকা দাম কমেছে ডিমের। তাছাড়া অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ, খামারের মুরগি ও গরুর মাংসের দাম। রোববার যশোরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

যশোরের বড় বাজারে এ সপ্তাহে বেশ কিছু সবজির দাম বেড়েছে। রোববার উচ্ছে, বরবটি, ঝিঙে, টমেটো, কুশি,গাজর ও কুমড়োর দাম প্রতি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। উচ্ছে বিক্রি হয়েছে প্রতি কেজি ৭০ টাকা, গত সপ্তাহে ছিল ৬০ টাকা। ঝিঙে বিক্রি হয়েছে ৫০ টাকা, গত সপ্তাহে ছিল ৪০ টাকা। টমেটো বিক্রি হয়েছে ৪০ টাকা, গত সপ্তাহে ছিল ৩০ টাকা। কুশি বিক্রি হয়েছে ৫০ টাকা, গত সপ্তাহে ছিল ৪০ টাকা।

গাজর বিক্রি হয়েছে ৮০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০ টাকা ও কুমড়ো বিক্রি হয়েছে ৩০ টাকা, গত সপ্তাহে ছিল ২০ টাকা। তাছাড়া আলু প্রতি কেজি ২০ টাকা, পেয়াজ ৫০ টাকা, কাঁচা মরিচ মানভেদে ৪০ থেকে ৬০ টাকা, করলা ৪০ টাকা, শসা ৪০ টাকা, মুখিকচু ৬০ টাকা, ঢেঁড়স ২০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। বড় বাজারের সবজি বিক্রেতা নাসির আলী জানান, সম্প্রতি শিলাবৃষ্টির কারণে বাজারে সবজির আমদানি কম হয়েছে। এ কারণে বেশ কিছু সবজির দাম বেড়েছে।

এদিকে ভরা বোরো মৌসুমেও সরু মিনিকেট চালের দাম বেড়েছে। এ সপ্তাহে প্রতি কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হয়েছে মানভেদে ৬২ থেকে ৭০ টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৬২ থেকে ৬৮ টাকা। অন্যান্য চালের দাম এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে। বাংলামতি চাল বিক্রি হয়েছে মানভেদে ৮০ থেকে ৮৪ টাকা, কাজললতা ৬৪ টাকা, ব্রি-২৮ চাল ৫৬ থেকে ৬০ টাকা, ব্রি-৬৩ চাল ৬৮ টাকা, ব্রি- ৪৯ চাল ৫৬ টাকা, স্বর্ণা চাল ৫২ টাকা ও হীরা চাল ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে কমেছে খামারের মুরগির ডিমের দাম। রোববার বড় বাজার এইচএমএম রোডের দোকানি শেখ আব্দুল কুদ্দুস প্রতি হালি ডিম ৩৮ টাকা দরে বিক্রি করেছেন, যা গত সপ্তাহে ছিল ৪৪ টাকা। এ সপ্তাহে খামারের মুরগি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। খামারের ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৩০ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে।