যশোর উপশহরে যুবক ছুরিকাহত, আটক- ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম রাতুল (২২) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ইয়ামিন রহমান (২১) নামে অপর এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ইয়ামিন রহমান উপশহর ৭ নম্বর সেক্টরের কে ব্লকের ২৪ নম্বর বাড়ির বাসিন্দা ডাক্তার হাসিবুর রহমানের ছেলে।

উপশহর ই-ব্লক ১০৩ নম্বর বাড়ির বাসিন্দা আব্দুর রহমান পলাশের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ই-ব্লকের বিশ্বাস পল্লীর সামনে তার ছেলে রাতুল বন্ধু অরণ্য, সাকিন ও তামিমের সাথে বসেছিলেন।

এ সময় সেখানে পূর্ব শত্রুতার জের ধরে রাতুলের বন্ধুদের সাথে ইয়ামিন, ঘোপ নওয়াপাড়া রোড জোড়া বাড়ির পাশের সাবাব (২২) ও বেজপাড়া তলাতলার মোড়ের শাওনের কথা কাটাকাটি হয়। তখন রাতুল তার বন্ধুদের রক্ষা করতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় আশেপাশের লোকজন এসে ইয়ামিনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তবে অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন।

স্থানীয় একটি সূত্রের দাবি করেছে, ইয়ামিনের মোবাইল ফোনের একটি টোন নিয়ে রাতুলসহ তার বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাতুল ও তার বন্ধুরা ইয়ামিন ও তার বন্ধুদের ওপর আক্রমণ করে। তাদেরকে মারধর করা হয়। রাতুলের বন্ধুদের একজন ছুরিকাঘাতের চেষ্টা করলে ওই ছুরি কেড়ে নেন ইয়ামিন। ছুরি কেড়ে নেওয়ায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এরই এক পর্যায়ে ছুরির আঘাতে জখম হন রাতুল।