যশোরে বিনম্র শ্রদ্ধায় শহীদ জিয়াউর রহমানকে স্মরণ

0

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও কারিগর, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা, সার্কের স্বপ্নদ্রষ্টা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী যশোরে শোকাবহ আবহে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে।

শুক্রবার দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও গণভোজ কর্মসূচির মাধ্যমে যশোরে দলের প্রতিষ্ঠাতা স্মরণ করা হয়। এ উপলক্ষ্যে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে।

সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা বিএনপির আয়োজনে এবং জেলা ওলামা দলের ব্যবস্থাপনায় দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ।

এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম যশোর- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মোড়ে, দড়াটানা মোড়ে, ঘোপ সেন্ট্রাল রোডে, কুইন্স হাসপাতালের পাশে, ঘোপ বেলতলা বাজারে, ঢাকা রোড বাবলাতলা মোড়ে, ওয়াপদা মোড়ে, উপশহর খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ী মোড়ে, আরবপুর মোড়ে, ধর্মতলা মোড়ে, উপশহর বি ব¬ক বাজারে, বিরামপুর গাবতলা মোড়ে, ইছালী মনোহরপুর স্কুল মাঠে, হুদা রাজাপুর মোড়ে, লেবুতলা ইউনিয়নের আগ্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, গহেরপাড়া, চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি বাজারে, বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের জেলে পলি¬তে খাবার বিতরণ করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌর সদরের জিলা স্কুল মোড়ে, শাহ আব্দুল করিম সড়কে, সরকারি এম এম কলেজের পাশে, ডালমিল এলাকায়, রেলগেট তেঁতুলতলায়, আদর্শপাড়ায়, ইসমাইল কলোনিতে, রায়পাড়া মোড়ে, রেলস্টেশন মাদ্রাসার সামনে, রেলবাজারে, আশ্রম সড়কে, শংকরপুর মুরগির ফার্ম গেট এলাকায়, চোপদারপাড়ায়, বেজপাড়া তালতলায়, সাদেক দারোগার মোড়ে, আর এন রোডে, খালধার রোডে, মনিহার বিজয় স্মৃতিস্তম্ভে, যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির আয়োজনে মনিহার এলাকায়, আরবপুর ইউনিয়নের চাঁচড়া মোড়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

এছাড়া তিনি শহরের শংকরপুর গোলপাতা জামে মসজিদের পাশের স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত পৌর সদরের বিভিন্ন স্থানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও খাবার বিতরণ করেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু পৌর সদরের বেজপাড়া, রায়পাড়া, শংকরপুর, সদর উপজেলার আরবপুর, কাশিমপুর, হৈবৎপুর, চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ দলের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর সদরের বারান্দীপাড়া, আর এন রোড, মনিহার এলাকা, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাইকোর্ট মোড়, কিসমত নওয়াপাড়া, তালবাড়িয়া, ফতেপুর ঝুমঝুমপুর, হামিদপুর, নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছী, রামনগর ইউনিয়নের রাজারহাট বাজার, কুয়াদা বাজার, সতিঘাটা, মুড়লী মোড়ে খাবার বিতরণ করেন।

এদিকে জেলা কৃষক দলের আয়োজনে বিরামপুরের একটি মাদ্রাসায় বাদ জুমা দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া বাদ জুমা মসজিদে মসজিদে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। জেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বাদ জুমা হাসপাতাল জামে মসজিদে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এ সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে স্বাধীনতার মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটান।

দিনব্যাপী এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল¬ুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।