কিসমত নওয়াপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে ৬ জনের নামে মামলা 

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৬জনকে মারধর ও জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই এলাকার আক্তারুজ্জামানের ছেলে আলী রেজা তপু একই পরিবারের ৪জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

আসামিরা হলো, ওই এলাকার মৃত ফজলুল হকের দুই ছেলে শফিকুল ইসলাম (৪৮), রফিকুল ইসলাম (৪২), শফিকুলের ছেলে শিশির (২৮) এবং শহিদের ছেলে শুভ (২৫)।

এজাহারে তপুু উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২৮ মে বেলা সাড়ে ১২টার দিকে আসামিরা লাঠিসোটা নিয়ে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে। সে সময় বাঁধা দিলে তারা প্রথমে তার পিতাকে মারপিট করে।

এ সময় তার ভাই ওমর ফারুক ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। এরপর একে একে তার মা রেক্সনা বেগম (৪০), তার স্ত্রী নূরী খাতুন (৩০) এবং ভাইয়ের স্ত্রী নিগার সুলতানা উর্মীকে মারপিটে জখম করে। ঘটনার সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার পিতার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।