দর্শনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দর্শনায় দিনব্যাপী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দর্শনা অডিটোরিয়ামে অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চায়। শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির শিক্ষা শিবিরের ব্যবস্থাপক মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, দারসুল হাদিস পেশ করেন অঞ্চল টিম সদস্য সাবেক মাগুরা জেলা আমির অধ্যাপক আলমগীর বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদেরসহ কর্মপরিষদ সদস্য, থানা আমির ও সেক্রেটারি। শিক্ষা শিবিরে ৬০০ জন পুরুষ রুকন অংশ গ্রহণ করেন।