নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিতকে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, যশোর নীলগঞ্জ মহাশ্মশানের নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার অধ্যাপক নার্গিস বেগমের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিট, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির আহবায়ক অধ্যাপক অলোক ঘোষ, সদস্য সচিব সনৎ কুমার সাহা, সাবেক সভাপতি অসীম কুমার কুন্ডু, সনাতন ধর্মীয় নেতা বিনয় কৃষ্ণ মল্লিক, অধ্যাপক অখিল চক্রবর্তী, মৃনাল কান্তি দে, দিপক রায়, বিষ্ণু সাহা, বিশ্বজিৎ হালদার, সুব্রত ঘোষ শুভ, তাপস পোদ্দার, রাজেশ বিশ্বাস প্রমুখ।