বাঘারপাড়ায় গুঁড়িয়ে দেওয়া হল ইটভাটা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ায় লাইসেন্স না থাকায় জরিমানাসহ একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর যশোর। ভাটা দুটির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইট পোড়ানোর অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইট পোড়ানোর অভিযোগে উপজেলার দোহাকুলার ‘ফাইভ স্টার ব্রিক্স’র ইট পোড়ানোর চুল্লি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

একই সাথে ভবিষ্যতে ইট না পোড়ানোর জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে। একই দিন নারিকেলবাড়িয়া ইউনিয়নের ‘শিকদার ব্রিক্স’কে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সবিহীন ভাটা পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক ইমদাদুল হক ও সহকারী পরিচালক সোমেন মৈত্র, সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া উপস্থিত ছিলেন।

‘ফাইভ স্টার ব্রিক্স’র মালিক শাহিনুর রহমান জানান, ২০১৮ সালে ভাটাটি স্থাপন করে ২০২১ সালের ৩মার্চ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স ছিলো। এরপর আবার নবায়ন করার জন্যে আবেদন করি। কিন্তু সরকার লাইসেন্স নবায়ন কার্যক্রম বন্ধ রাখায় ভাটাটি অবৈধ হয়ে যায়। এছাড়াও হাইকোর্ট সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধ রাখার আদেশ দেয়।

উপপরিচালক ইমদাদুল হক অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আইন অমান্য করে ‘ফাইভ স্টার ব্রিক্স’ ইট পোড়ানোর কার্যক্রম চলমান রাখায় চুল্লি গুঁড়িয়ে দেওয়া ও শিকদার ব্রিক্সকে ইট বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।