ঝিকরগাছার ফ্ল্যাট থেকে শার্শার ৭ আ.লীগ নেতা কর্মী আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ শার্শা উপজেলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গতকাল সন্ধ্যায় ঝিকরগাছার একটি ফ্ল্যাট থেকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, শার্শার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বেনাপোলের মানিকহার ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, চটকাপোতা গ্রামের মোহাম্মদ আলী ছেলে উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন, বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, উল্লিখিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝিকরগাছা পৌর এলাকার পারবাজার পাঁচপুকুরের পাশের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ছিলেন। গোপনে খবর পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।