যশোরে শিশু নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জিন্নাত আলী মোল্লা নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে সদর উপজেলার রামনগর দক্ষিণ পাড়ার চার রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রামনগর দক্ষিণ পাড়া চার রাস্তার মোড় এলাকায় জিন্নাত আলী মোল্লার চায়ের দোকান আছে।

গত ১৯ এপ্রিল একই এলাকার ৪ বছরের এক শিশুকন্যা দোকানের পাশে খেলা করছিলো। এ সময় জিন্নাত আলী মোল্লা খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে দোকানে নিয়ে যান। দোকানে নিয়ে শিশুটির যৌন নিপীড়ন করতে থাকেন।

এরই মধ্যে শিশুটির মা সন্তানকে খুঁজতে সেখানে গিয়ে দেখেন, তার মেয়ে জিন্নাত আলী মোল্লার কোলের ওপর বসে আসে। তখন শিশুটির মাকে দেখেই দোকান থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান জিন্নাত আলী মোল্লা।

এ ঘটনায় শিশুটির মা কোতয়ালি থানায় মামলা করলে সোমবার বিকেলে জিন্নাত আলী মোল্লাকে পুলিশ আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।