মনিরামপুরে চড়কপূজায় খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে চৈত্রসংক্রান্তির চড়ক পূজা করতে গিয়ে সোমবার বিকেলে খেজুরগাছ থেকে পড়ে গিয়ে দেব প্রসাদ দেবু (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। দেবু মনিরামপুর পৌর এলাকার তাহেরপুরের অজিত দাসের ছোট ছেলে। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী ও মৃতের বড়ভাই সাধন দাস শান্তে জানান, তার ছোট ভাই সন্ন্যাসী দেব প্রসাদ দেবু উপোষ থেকে চৈত্র সংক্রান্তির চড়ক পূজা পালন করছিলেন। সোমবার পূজার শেষ দিনে বিকেল সাড়ে তিনটার দিকে চার বছর বয়সী একমাত্র ছেলে সন্তানের জনক দেবুসহ কয়েকজন সন্ন্যাসী তাহেরপুর এলাকার বাড়ির পাশে একটি খেজুরগাছে ওঠে পূজা অর্চনা শেষে খেজুর ভাঙার জন্য। এক পর্যায়ে গাছ থেকে পড়ে যায় দেব প্রসাদ দেবু।

ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু জানান, খেজুর গাছ থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।