ধর্মীয় বিভাজনের বাংলাদেশ দেখতে চায় না বিএনপি : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ দেখতে চায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন বিভাজনের বাংলাদেশ দেখতে চায় না। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার সকল ধর্মের মানুষের রয়েছে। সে কারণে সকল ধর্মের মানুষ অবাধ স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে তাদের সকল ধর্মীয় উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে বিএনপি বরাবরই সচেষ্ট রয়েছে।  শনিবার যশোরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি ধর্মীয় দৃষ্টিকোণের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক দৃষ্টিকোণ থেকে সম্প্রীতি বাংলাদেশ গড়তে চায়। যে কারণে গেল ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রতিটি নেতা-কর্মী দেশের সকল নাগরিকের বাড়ি-ঘর ব্যসবা প্রতিষ্ঠান ধর্মী উপসনালয়ের সুরক্ষা প্রদান করে। তারই ধারাবাহিকতায় এবারের শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মের প্রতিটি ভাই বোন আনন্দঘণ এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তার জন্য দলের প্রতিটি নেতা-কর্মী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি অতীতেও সনাতন ধর্মের পাশে ছিল। আগামীতেও তাদের পাশে থাকবে।
এ দিন সন্ধ্যায় অনিন্দ্য ইসলাম অমিত শহরের লালদীঘিপাড়স্থ হরিসভা মন্দির, বেজাপাড়া শহীদ সুধীর বাবুর কাঠগোলা মন্দির, ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির এবং মাঠপাড়ার সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন। এর আগে তিনি সদর উপজেলারর আরবপুর ইউনিয়নের আদিবাসী সার্বজনীন পূজা মন্দির, ইছালী ইউনিয়নের সুড়া সার্বজনীন পূজা মন্দির এবং ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, লালদীঘি হরিসভা মন্দির কমিটির সভাপতি শ্রাবণী সুর, সাধারণ সম্পাদক অজয় সিংহ রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।