স্ত্রীর বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ব্যবসায়ীর মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ স্ত্রী কামরুন নাহার সুমির বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ মনিরামপুরের ব্যবসায়ী রাসেল পারভেজের। যৌতুকের টাকা না দেওয়ায় ওই নারী স্বামীর সংসার করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ ঘটনায় বুধবার ব্যবসায়ী রাসেল পারভেজ স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে যশোর সদর আমলী আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন।

ব্যবসায়ী রাসেল পারভেজ মনিরামপুর উপজেলার জোকা গ্রামের আমির হোসেনের ছেলে। তার স্ত্রী কামরুন নাহার সুমি সদর উপজেলার মালঞ্চী গ্রামের আরশাদুল আলমের মেয়ে।

ব্যবসায়ী রাসেল পারভেজের অভিযোগ, ২০২৪ সালের ২৪ জুলাই তিনি কামরুন নাহার সুমিকে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর কামরুন নাহার সুমির মা-বাবা স্বামীর সংসার না করার জন্য তাকে প্ররোচণা দিতে থাকেন। এরই এক পর্যায়ে কামরুন নাহার সুমি স্বামীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। সোনালী ব্যাংকে তার নামে ২০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট অথবা ১ বিঘা জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে রাসেল পারভেজ অপরাগতা প্রকাশ করেন।

এর প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি স্বামীর অনুপস্থিতিতে বাবা-মাকে বাড়িতে ডেকে এনে ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং রাসেল পারভেজের গচ্ছিত ৫ লাখ টাকা নিয়ে চলে যান কামরুন নাহার সুমি। পরে রাসেল পারভেজ স্ত্রীকে ফিরে আসতে অনুরোধ জানালে কামরুন নাহার সুমি তার সাথে সংসার করবে না বলে তাকে জানিয়ে দেন।

সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে স্ত্রীকে ফিরিয়ে আনতে যান রাসেল পারভেজ। কিন্তু যৌতুকের ২০ লাখ টাকা অথবা ১ বিঘা জমি লিখে না দিলে কামরুন নাহার সুমি স্বামীর সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। যে কারণে কোনো উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী।